স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বারঠাকুরী ইউপির উত্তরভাগ গ্রামের এক মহিলা ২৪ আগস্ট রবিবার বিষপানে আত্মহত্যা করেছে। নিহত মহিলা বারঠাকুরী ইউপির উত্তরভাগ গ্রামের আব্দুছ ছালামের মেয়ে সাহেনা বেগম (২৫)। বিস্বস্ত সূত্রে জানা গেছে, সাহেনা বেগম স্বামী পরিত্যাক্ত পারিবারিক কলহের কারণে তিনি রবিবার দিনে বিষপান করেন। রাতে তাকে পরিবারের লোকজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ওসি জামশেদ আলম জানান, একবছর আগে ডিভোর্স পাওয়া তরুণী বিষ খেয়ে মারা যায়। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সোমবার তরুণীর পরিবার লাশ দাফন করা হবে। এই নিয়ে জকিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !