স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের এক মসজিদের ইমাম আযান দিতে গিয়ে গত ২২ আগস্ট শুক্রবার আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..........রাজিউন)। বয়োবৃদ্ধ ঐ ইমামের নাম মাওলানা ফয়েজ আহমদ। তিনি কানাইঘাট উপজেলার নিজ ছাউরা গ্রামের বাসিন্দা। সূত্রে জানা যায়, গত শুক্রবার আসরের আযান দিতে গিয়ে মসজিদের ভেতরে তিনি আকস্মিকভাবে ইন্তেকাল করেন। খবর পেয়ে এলাকার লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করেন। মাওলানা ফয়েজ আহমদ মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ ২৩ বছর থেকে জকিগঞ্জের ঐতিহ্যবাহী লামারগ্রাম টাইটেল মাদ্রাসায় শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর পুর্ব পর্যন্তও তিনি লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি গন্ধদত্ত গ্রামের আজিজ মিয়ার বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ইমামতিতে নিয়োজিত ছিলেন। শুক্রবার রাত পৌনে ৮টায় লামারগ্রাম টাইটেল মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা শেষে নিজ এলাকা কানাইঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করার কথা রয়েছে। অত্যান্ত নম্র ও ভদ্র স্বভাবের একজন আলেমের মৃত্যুতে তাঁর কর্মস্থলসহ জকিগঞ্জ পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !