.......... সেলিম উদ্দিন এমপি
স্টাফ রিপোর্টার
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, এলাকার দুর্নাম বয়ে আনা যে কারো পক্ষে সম্ভব। কিন্তু সুনাম বয়ে আনা অনেক কঠিন। জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর কৃতিত্বপূর্ণ অর্জনের মাধ্যমে সুনাম বয়ে এনেছেন। এই সুমান শুধু তার নয়, এটা গোটা জকিগঞ্জবাসীর। তিনি এ সুনাম ধরে রাখতে চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুরের প্রতি অনুরোধ করেন। সম্প্রতি জকিগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামে সভাপতি ও কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশিদ বাহাদুর সফল চেয়ারম্যান হিসেবে “শেরে বাংলা পদক” ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “ “জেনারেল ওসমানী স্বর্ণপদক” লাভ করে এমপি সেলিম উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন। এমপি সেলিম উদ্দিনের বক্তব্যের জবাবে চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর বলেন, আমি মানুষে খেদমতের জন্য চেয়ারম্যান হয়েছি। আজীবন আমি মানুষের খেদমত করে যেতে চাই। এ ক্ষেত্রে তিনি এমপিসহ সংশ্লিষ্ট মহলের সহযোগীতা কামনা করেন। এ সময় তাকে ফুলদিয়ে বরণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !