স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের আলোচিত শিক্ষক করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনকে পরিবর্তন করার জন্য পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন বাদিনী রুজিনা বেগম। জানা যায়, গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার মামলার বাদিনী রোজিনা বেগম সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে একটি আবেদন প্রদান করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, শিক্ষক আব্দুল করিম হত্যকান্ডের পর গত ১১ জুলাই জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এজাহারভূক্ত আসামীদের গ্রেফতার করতে পারেননি। যার ফলে গত ২৩ জুলাই আসামীরা উচ্চ আদালত থেকে চার সাপ্তাহের আগাম জামিন নিয়ে আসে। তাদের জামিনের মেয়াদ গত ১৯ আগস্ট শেষ হলে একজন আসামী আদালতে হাজিরা দেন এবং অন্যান্য আসামীরা এখন পর্যন্ত অধরা রয়েছেন। এছাড়া আবেদনে বাদিনী আরোও উল্লেখ করেন যে, এই মামলায় একাধিক প্রত্যক্ষদর্শী থাকলেও তাদেরকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ কিংবা আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করাতে সম্মত হননি। বরং মামলায় হাজতে থাকা আসামী আব্দুস শাকুরকে গত ১ সেপ্টেম্বর ৩ দিনের রিমান্ডে নিয়ে ঐ মামলায় একজন প্রত্যক্ষ স্বাক্ষী আসামীর সম্পর্কে ভাগনাকে তদন্ত কর্মকর্তা রিমান্ডে থাকা আসামীর সাথে যোগাযোগ করাতে বার বার চেষ্ঠা করে শেষ পর্যন্ত স্বক্ষী সম্মত না হওয়ায় ব্যার্থ হয়েছেন। বাদিনী তদন্ত কর্মকর্তার এমন আচরণে হতাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, গত ৮ জুলাই রাতে জকিগঞ্জের মেধাবী শিক্ষক আব্দুল করিমকে পারিবারিক কলহ ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়েরা নির্মমভাবে খুন করে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !