স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ সরকারী হাসপাতালে ২৪ আগস্ট রবিবার এক অস্বাভাবিক নবজাতকের জন্ম হয়েছে। উপজেলার সহিদাবাদ গ্রামের মনসুর আহমদের স্ত্রী সাহেদা বেগম এই নবজাতকটি প্রসব করেন। জানা যায়, রবিবার সকাল ১০টায় সম্পূর্ণ সুস্থ্য অবস্থায় হাসপাতালে ছেলে শিশুটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, শিশুটির পেটের ভিতরের নাড়ি-ভুড়ি পেটের উপরে! শিশুটির উদ্ভোত এই অবস্থা দেখে উপস্থিত সকলের গা শিউরে উঠে। কর্তব্যরত চিকিৎসকরাও শিশুটির অবস্থা দেখে চমকে উঠেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, নবজাতক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !