স্টাফ রিপোর্টার
সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে ও সুলতানপুর ইউনিয়নের শরীফগঞ্জ বাজারে পৃথক কর্মী সভা অনুষ্ঠি হয়। গত ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধায় কাজলসার ইউনিয়ন ছাত্রলীগের তৃণমুল নেতৃবৃন্দের উদ্যোগে চৌধুরী বাজারে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রফিক উদ্দিন। উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় কর্মী সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন সাকিল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা মুর্শেদ আহমদ, আওয়ামীলীগ নেতা কাজী আখলাক আহমদ, যুবলীগ নেতা আতাউর রহমান আতা। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা মেহদী হেলাল, বাবর হোসেন চৌধুরী ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিহাদ আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, আব্দুস শহিদ, সোহেল আহমদ, মুন্না আহমদ, সেলিম আহমদ, আব্দুল কুদ্দুছ বুদুর, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা লিটন চন্দ্র দাস, লিংকং চন্দ্র দাস, সংকু চন্দ্র দাস, পিন্টু চন্দ্র দাস, ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ, নাঈম আহমদ, শংকর দাস, জাবের আহমদ ও মাসুদ আহমদ প্রমুখ।
এদিকে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার শরিফগঞ্জ বাজারে ছাত্রলীগ আঞ্চলিক শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আহমদ আল ফয়সলের সভাপতিত্বে ও শরীফগঞ্জ আঞ্চলিক শাখা ছাত্রলীগের সদস্য সচিব ভাস্কর দেশ মূখ্য’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা এম.এ.কে চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বারঠাকুরী ইউপি যুবলীগ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শাহ শাহান। বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দেশ মূখ্য রাজু, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, বারঠাকুরী ইউপি সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহিন আহমদ, উপজেলা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক আজমান হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল মনসুর, শরিফগঞ্জ আঞ্চলিক শাখার আহ্বায়ক ইমরান হোসেন লিমন, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রেজাউল করিম স্বপন, তারেক আজিজ ইমন, আবিদ আহমদ, মোহাম্মদ আলী, সুজন আহমদ, বিশাল পাল, মোঃ আব্দল্লাহ, সিরাজুল ইসলাম ছাঈমান, বাশার আহমদ টিপু, জিয়াউল রাহমান, সদস্য আব্দুল ওয়াহিদ, সদস্য নাজির আহমদ নাজু, মাজেদ আহমদ, আবুল মাহমুদ আশরাফ, মাজেদ আহমদ (২), ফাহিম আহমদ, বেলাল আহমদ, মাহফুজুর রাহমান মুন্না, ফয়েজ আহমদ মুন্না, জুবায়ের আহমদ, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, রাহুল কুমার দাস, আবেদ আহমদ, অসীম রায়, শাহজাহান, জাহেদ আহমদ, মিজানুর রহমান, জমির উদ্দিন, পারভেজ আহমদ, সুমন আহমদ, শ্রী সুভাস বিশ্বাস, মাহবুব আলম, সাবেল আহমদ, রুজেল আহমদ, ইমরান হোসেন, রাহেল আহমদ, শাহেদ আহমদ, সাহান আহমদ, জামিল আহমদ, সেলিম আহমদ, মিরাজ আহমদ, লুৎফুর রাহমান, লিমন আহমদ, আমিন আহমদ, সাকিল আহমদ, শিহাব উদ্দিন, আলম আহমদ, কামরুজ্জামান দিপু ও বৈল্য চন্দ চন্দ্র। সভা শেষে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শরিফগঞ্জ বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারে প্রধান গলি প্রদক্ষিন করে স্থানীয় চৌমুহনীতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এসকল সভায় বক্তারা সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন থেকে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি পুনঃগঠন করা হচ্ছে না। আমরা আশাবাদী জেলা ছাত্রলীগের নতুন কমিটি এ ব্যাপারে উদ্যোগ নেবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !