স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- জকিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক এড. কাওছার রশীদ বাহার, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হেলাল আহমদ চৌধুরী, আব্দুস শহীদ মাসুক, মোস্তাক আহমদ, আব্দুল জলিল, আব্দুল হামিদ, মঈন উদ্দিন, আবুল খান, আব্দুস শহীদ চুনু, আব্দুস ছাত্তার (কুটু মনা), আহমদ রাজা মানিক, মাসুক আহমদ, মাজহারুল ইসলাম সেলিম, রিয়াজ আহমদ, জামাল আহমদ, কাওছার আহমদ, আতাউর রহমান, হাছান আহমদ, হিফজুর রহমান, পৌর বিএনপির ময়নুর রেজা মানিক, পৌর যুবদল সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ও সাংগঠনিক সম্পাদক এইচ.এম.আবুল প্রমুখ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- ১৯৭১ সালে দেশমাতৃকার স্বাধীকারের প্রশ্নে নিজের জীবন বাজী রেখে মাতৃভূমির প্রতি তার ঋণ শোধ করতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তিনি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরণের কু-রুচিপূর্ণ বক্তব্য গোটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !