
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের প্রাচীনতম বিদ্যাপিঠ ইছামতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ স্যার আর নেই। তিনি গত ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৫ টা ৫৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি জকিগঞ্জের মানিকপুর ইউপির দরগাবাহারপুরে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী...রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান। অত্যান্ত নম্রভদ্র স্বভাবের এই প্রবীণ শিক্ষকের মৃত্যুর সংবাদে পুরো জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, তিনি ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন গোটা জকিগঞ্জ উপজেলায় ৩/৪টি উচ্চ বিদ্যালয় ছিল। ফলে এ সকল উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল প্রচুর। ইছামতি উচ্চ বিদ্যালয় তখনকার সময়ে যোগাযোগ ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক স্থানে হওয়ায় এই বিদ্যালয়ে বিপূল সংখ্যক ছাত্র-ছাত্রী ছিল। আর এসকল ছাত্র-ছাত্রীর বেশীর ভাগই পরবর্তীতে উচ্চ শিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। জকিগঞ্জের অনেক বিশিষ্ট রাজনীতিবীদ, শিক্ষাবীদ, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুম আব্দুর রউফ স্যারের ছাত্র। সেজন্য উপজেলার সর্ব মহলে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া অবসর গ্রহণের পর থেকে তিনি এলাকার মসজিদ-মাদ্রাসার খেদমতে নিয়োজিত থাকায় নিজ এলাকায়ও তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দির সভাপতি হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রবীন এই শিক্ষকের জানাজা ঐদিন বিকাল ৫টা ১৫ মিনিটের সময় হাড়িকান্দি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাড়িকান্দি মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজুল হক, হাড়িকান্দি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রিয়াজ উদ্দিন, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি ও কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, সীমান্তিকের মহাসচিব আব্দুল কুদ্দুছ, সিলেট মহানগর যুবলীগের সদস্য আতিকুর রহমান মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিব্বীর আহমদ চৌধুরী আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেন সেলিম, ছাত্র মজলিস নেতা খায়রুল ইসলাম, খেলাফত মজলিস নেতা আব্দুল হামিদ জালাল, সাবেক উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জিয়াউর রহমান ফারুকী ও ছাত্রলীগ নেতাা এটিএম ফয়সলসহ জকিগঞ্জের শত শত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !