স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রামের মরহুম আব্দুস সোবহানের বাড়ীর পাশ থেকে গত ১০ সেপ্টেম্বর বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বোমা সাদৃশ্য বন্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে জকিগঞ্জ থানার দারোগা সাইদুর রহমান ও আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম বোমা সাদৃশ্য বস্তুুু পরিক্ষার নিরিক্ষার জন্য র্যাবের বোমা বিষেশজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে বলে জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !