স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের উত্তর বিপক গ্রামের অধির বিশ্বাসের বাড়ীতে তৈরী সার্বজনীন পূজামন্ডপে প্রতিমায় ১০০টি হাত দিয়ে তৈরী করা হয়েছে। শারদীয় দুর্গাপুজার প্রথম দিন ষষ্ঠীতেই ঐ পূজামন্ডপে দর্শনার্থীদের ভীড় দেখা গেছে। জকিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্রনাথ জানান, দেবী দুর্গার অকাল বোধনে দাপর যুগে রামচন্দ্র শারদীয় পূজায় ১০০০ হাত বিশিষ্ট দেবীর পূজা করেছিলেন। তারপর থেকে সাধারণত দশোহরা বা দশ হাতওয়ালা প্রতিমার পূজা অর্চণা করা হয়। বিশেষ ভক্তরা দুর্গাপূজায় ১০০ হাতওয়ালা প্রতিমা তৈরী করে থাকেন। অধির বিশ্বাস জানান, প্রতিমার কারিগর রাজকিশোর বিশ্বাস ও প্রতিপদ বিশ্বাস টানা ২৫ দিন কাজ করে ১০০ হাতের এ প্রতিমাটি তৈরী করেছেন। এতে ব্যয় হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা। দুর্গা মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানকাতেই আমরা প্রথমবারের মতো জকিগঞ্জে এ আয়োজন করেছি। পূজার প্রথম দিন থেকেই এখানে পূণ্যার্থীরা ভীড় করছেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামশেদ আলম বলেন, ব্যতিক্রমী এ আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বরাদ্ধ দেয়া হয়েছে। ভক্তদের সমাগম বেশি হবে বলে এখানে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হয়েছে।
সিলেটের জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের উত্তর বিপক গ্রামের অধির বিশ্বাসের বাড়ীতে তৈরী সার্বজনীন পূজামন্ডপে প্রতিমায় ১০০টি হাত দিয়ে তৈরী করা হয়েছে। শারদীয় দুর্গাপুজার প্রথম দিন ষষ্ঠীতেই ঐ পূজামন্ডপে দর্শনার্থীদের ভীড় দেখা গেছে। জকিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্রনাথ জানান, দেবী দুর্গার অকাল বোধনে দাপর যুগে রামচন্দ্র শারদীয় পূজায় ১০০০ হাত বিশিষ্ট দেবীর পূজা করেছিলেন। তারপর থেকে সাধারণত দশোহরা বা দশ হাতওয়ালা প্রতিমার পূজা অর্চণা করা হয়। বিশেষ ভক্তরা দুর্গাপূজায় ১০০ হাতওয়ালা প্রতিমা তৈরী করে থাকেন। অধির বিশ্বাস জানান, প্রতিমার কারিগর রাজকিশোর বিশ্বাস ও প্রতিপদ বিশ্বাস টানা ২৫ দিন কাজ করে ১০০ হাতের এ প্রতিমাটি তৈরী করেছেন। এতে ব্যয় হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা। দুর্গা মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানকাতেই আমরা প্রথমবারের মতো জকিগঞ্জে এ আয়োজন করেছি। পূজার প্রথম দিন থেকেই এখানে পূণ্যার্থীরা ভীড় করছেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামশেদ আলম বলেন, ব্যতিক্রমী এ আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বরাদ্ধ দেয়া হয়েছে। ভক্তদের সমাগম বেশি হবে বলে এখানে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !