
জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন ক্রটির কারণে সাতজন প্রার্থীর মধ্যে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার টিটন খীসা। মনোনয়ন ফিরে পেতে জেলা প্রশাসক বরাবরে আপিল করেন ৩ মেয়র প্রার্থী। প্রার্থীরা হলেন সদ্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুল মালেক ফারুক, সাবেক পৌর বিএনপি সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল ও ব্যবসায়ী মোঃ জাফরুল ইসলাম। আজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানী শেষে তাদের মনোনয়নপত্র পুনর্বহাল করা হয়। আগামীকাল ১লা অক্টোবর কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী ১৮ অক্টোবর জকিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে সাত মেয়র প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !