স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চ ঘোষিত মাসব্যাপী দ্বিতীয় দফা কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বিকাল ৩টায় জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে মানবাধিকার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন প্রতিবাদী মঞ্চের সেক্রেটারী ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ, সদস্য ও জকিগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান ও জকিগঞ্জ কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমূখ। প্রতিবাদী মঞ্চের নেতৃবৃন্দের নিকট থেকে মামলার সর্বশেষ অবস্থা জেনে বক্তব্য রাখেন জকিগঞ্জ মানবাধিকার কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলাম, জকিগঞ্জ মানবাধিকার কাউন্সিলের সভাপতি কবি আবুল কালাম আজাদ, জকিগঞ্জ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক মুন্না, জকিগঞ্জ মানবাধিকার সংস্থার কার্যকারী সদস্য কে.এম. মামুন প্রমূখ। মানবাধিকার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নির্মম এই হত্যাকান্ডের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্ঠি রয়েছে। আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে কোন ধরণের টালবাহানা পরিরক্ষিত হলে আমরা যা যা করণীয় তা করতে প্রস্তুত। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, প্রবীণ শিক্ষক আব্দুস ছুবহান, শিক্ষক আব্দুল জব্বার ও আব্দুল হান্নান প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !