.jpg)
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রামের মৃত আব্দুন নুরের ষোড়সী কন্যা রুমানা বেগম প্রেমে ব্যার্থ হয়ে গত ১৩ আগস্ট বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, রুমানার পিতা মারা যাওয়ার কয়েক মাস পর মাকে নিয়ে সে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দাউদপুরের নানা বাড়িতে চলে আসে। এখানে তারা প্রায় ১০ বছর থেকে বসবাস করছে। বয়স বাড়ার সাথে সাথে রুমানার হৃদয়ের উত্তাল ঢেউও জোয়ার তোলে। মোবাইল ফোনের মাধ্যমে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জকিগঞ্জের এক ছেলের সাথে। এভাবে কিছুদিন যাওয়ার পর রোমানা ঐ ছেলেকে দেখা করার জন্য ডেকে আনে। প্রেমিক ছেলেটিও দেখা করার জন্য সেজেগুজে তার দুই বন্ধুকে নিয়ে আসে। এখানে এসে তারা গ্রামবাসীর হাতে পাকড়াও হলে এলাকার লোকজন তাদের বেদড়ক মারধর করেন। তখন ওই প্রেমিককে বিয়ের কথা বললে সে মারধরের অজুহাতে বিয়ে করবে না বলে বেঁকে বসে। এক পর্যায়ে তাদের পুলিশের হাতে তোলে দেয়া হয়। এই রাগে অভিমানে ঘটনার দু’দিন পর ভালোবাসার মধুর মৃত্যুকে আলিঙ্গন করে পৃথিবীকে চিরবিদায় জানায় রুমানা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !