..........এ এস এম রাশেদুল হক
স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম রাশেদুল হক বলেছেন, এখন খাল, বিল, পুকুর এবং ডোবায় মাছের প্রজননের সময়। শৈল, টাকি, গজাল সহ অনেক মাছের ক্ষুদ্র পোনায় পরিপুর্ন এখন খাল-বিল। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে, আমাদের মধ্যে অনেকেই পোনার মাছ দেখে তাদের জিহ্বা সামলাতে পারেন না। ঠেলা জালি, আন্তা অথবা বিভিন্ন প্রকারের জাল দিয়ে এই মাছের পোনাগুলোকে ধরে ফেলেন। এ ব্যাপারে কেউ প্রতিবাদী হয়ে উঠছে না। বরং অনেকেই মনের আনন্দে এসব পোনাই কিনছেন আর দেশি মাছের স্বাদ মেটাচ্ছেন। কিন্তু আপনি কি ভেবেছেন, কত টন খাদ্য আপনি নষ্ট করেছেন এবং কত মাছের বংশ বিস্তার আপনি নষ্ট করেছেন। এসকল বিষয় চিন্তা করে অবিলম্বে পোনা নিধন বন্ধ করুন। তিনি গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ মৎস্য অফিসের উদ্যোগে বালাইর হাওরে পোনা মাছ অবমুক্তকালে এসব কথা বলেন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পোনা মাছ অবমুক্তকালে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার প্রমূখ।
উল্লেখ্য যে, ঐদিন ২০১৪-১৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বালাইর হাওরের শৌল জুড়ি, কাটা জুড়ি ও এরালী জুড়ি বিলে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !