স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের ভরণ গ্রামের প্রবীণ রাজনীতিবীদ ও জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ক্বারী ছিদ্দিকুর রহমান (৭০) গত ২০ সেপ্টেম্বর শনিবার দুপুর সোয়া ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না..........রাজিউন)। তিনি বেশ কিছু দিন থেকে বিভিন্ন জঠিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র আল মদীনা একাডেমীর অধ্যক্ষ শাহীন আাহমদসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে যান। ঐদিন বাদ আছর বাড়ির পার্শ্ববর্তী ভরণ হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র শাহীন আহমদ। জানাজা পূর্বে মরহুমের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ ও ইউনিয়ন জামায়াত সেক্রেটারী আজিজুর রহমান মেম্বার ও অধ্যক্ষ শাহীন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর জামায়াতের আমীর হাফেজ আনোয়ার হোসাইন খাঁন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ নিজাম উদ্দিন খাঁন, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক ও পৌর কাউন্সিলর আতাউর রহমান প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !