স্টাফ রিপোর্টার
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জকিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ২২ আগস্ট শুক্রবার বিকেলে রতনগঞ্জ বাজারে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। “ইসরাইলীদের কালো হাত ভেঙ্গে দাও পুড়িয়ে দাও, ফিলিস্থিনের উপর হামলা কেন? জাতিসংঘ জবাব চাই, বিশ্বমুসলিম এক হও-ফিলিস্থিন মুক্ত কর, স্টপ কিলিং চাইল্ড, স্টপ কিলিং ম্যান এন্ড উয়েমেন, সেভ দ্যা গাজা, সেভ দ্যা ফিলিস্থিন, স্টপ বম্ভিং” এ রকম নানা শ্লোগানের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন সম্বলিত মিছিলে ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বস্থরের হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোশতাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও রাহবার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ খালেদ আহমদের পরিচালনায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আল ইমরান চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক কায়েস মাহমুদ চৌধুরী সিপার। বক্তব্য রাখেন ফুলতলী কামিল মাদ্রাসার প্রভাষক আব্দুল লতিফ,শিক্ষক নাইমুল হক খান, ব্যবসায়ী আবুল কাশেম খাঁন, বিশিষ্ট মুরব্বী মোঃ চেরাগ আলী মেম্বার, আব্দুল লতিফ চৌধুরী লতু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, আব্দুল মজিদ চৌধুরী, চেরাগ আলী চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, ওয়েছ আহমদ চৌধুরী, শামছুর রহমান শামীম, জয়নাল আবদীন, আব্দুল বাছিত বাতিন, জাকারিয়া আহমদ চৌধুরী, মাছুম আহমদ খাঁন, আব্দুল বাছিত চৌধুরী, ছামাদুর রেজা চৌধুরী, সালমান আহমদ চৌধুরী, মেহেদী হেলাল, বাবর হুসাইন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, গুফরান আহমদ চৌধুরী, আমিনুল হাসান চৌধুরী, ফজলে রাব্বি চৌধুরী, হাবিবুর রহমান রিফাত, নাজমুল আলম, রিফাতুল ইসলাম সেকাব, হাফিজ জসিম উদ্দিন ও শাহাব উদ্দিন সাবু প্রমূখ।
এদিকে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার ফিলিস্থিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ইসরাইলি পণ্য বর্জনের আহবানে জকিগঞ্জের পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তালামিযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখা। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে বের হয়ে ইসরাইল বিরোধী শ্লোগানে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিল শেষে স্থানীয় এম এ হক চত্বরের উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ ও অফিস সম্পাদক আব্দুর রহমান প্রমূখ। সভায় বক্তারা গাজায় ইসরাইলি মানবতাবিরোধী নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে তা বন্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহবান জানান। এ সময় তারা ইসরাইলি পণ্য বর্জনেরও আহবান জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !