
রহমত আলী হেলালী
সিলেট থেকে প্রকাশিত জকিগঞ্জের প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘জকিগঞ্জ সংবাদ’ আগামীকাল ২৫ আগস্ট ৩য় বর্ষে পদার্পণ করব্।ে মফস্বল এলাকায় একটি পত্রিকা তার স্বকীয়তা বজায় রেখে দীর্ঘ ২ বছর নিয়মিত পথচলা কম কথা নয়। অনেক চড়াই উৎরাই পার করে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ২টি বছর পার করেছে। জকিগঞ্জের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং এ উপজেলার উন্নয়নে সকল যৌক্তিক দাবী আদায়ে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সর্বদা তৎপর ছিল। সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ চেষ্ঠা করেছে জকিগঞ্জের মানুষের সাথে থেকে ভালোমন্দ কথাগুলো সবাইকে জানাতে। বলা যায়, স্থানীয়ভাবে প্রকাশিত মফস্বল এলাকার কোন পত্রিকা টাকা দিয়ে কিনে পড়তে হয়, এই কালচারটি প্রতিষ্ঠিত করেছে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ। আর সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের অগণিত পাঠকভক্ত, শুভানুধ্যায়ী ও জকিগঞ্জবাসীর অকুন্ঠ ভালোবাসার জন্য তা সম্ভব হয়েছে। সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ২ বছরের পথচলায় আস্থা অর্জন করেছে হাজার হাজার পাঠকের। জকিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চল ছাপিয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলাসহ সিলেট নগরীতে জায়গা করে নিয়েছে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ। দিবালোকের ন্যায় স্পষ্ট যে, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ জকিগঞ্জ তথা সিলেটের সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় ধন্য হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি পত্রিকা তার বস্তুনিষ্ঠতা, স্বকীয়তা বজায় রেখে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাথে তাল মিলিয়ে একটি বিশেষ পত্রিকা হয়ে উঠা অনেকটা গৌরবের বিষয়। এ ক্ষেত্রে নিয়ে যেতে আমি বা আমার পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কোনভাবেই কমতি করেননি। এরপরও সীমাহীন ত্র“টি বিচ্যুতি হয়েছে বলে আমি মনে করি। তবে গভীরভাবে লক্ষ করলে দেখা যায়, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের সম্পাদনা পরিষদের একটি বড় দক্ষতা ছিল যে কোন ঘটনাকে অন্য আরোও দশটি পত্রিকা থেকে ভিন্নভাবে উপস্থাপন করা। তারা চেষ্ঠা করেছেন, কোন ঘটনার বা সংবাদের ভেতরের সংবাদকে বের করে আনার। এ দিক বিবেচনায় আমি মনে করি, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদে রয়েছে দক্ষ এবং দায়িত্বশীল এক ঝাঁক সংবাদকর্মী। যারা তাদের দায়িত্ববোধ থেকে পত্রিকার বস্তুনিষ্ঠতা সুনাম বজায় রেখে কাজ করার চেষ্ঠা করে যাচ্ছেন। পত্রিকার নীতি অনুযায়ী ঘটনাবহুল সংবাদসহ রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, নারী উন্নয়ন, মুক্তিযোদ্ধ, ব্যবসা-বাণিজ্য, আইন-আদালত ও সমকালীন প্রসঙ্গকে অগ্রাধিকার ভিত্তিতে ছাপানোর চেষ্ঠা করেছেন। বিশেষ করে জকিগঞ্জবাসীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে সকল সংবাদ প্রকাশের প্রয়োজন সেগুলোকে প্রধান্য দিয়ে তা সংগ্রহ করে ছাপানো হয়েছে। সোজা কথা, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ গত ২ বছরে অগণিত পাঠক ও শুভাকাঙ্খিদের ভালোবাসা এবং অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করেছে। এ ক্ষেত্রে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের বড় অর্জন ছিল অনলাইন সংস্করণ। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত হাজার হাজার বাঙ্গালী পাঠক সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ পড়েছেন। সব মিলিয়ে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ তার অসংখ্য ভক্ত পাঠকের ভালোবাসা ও সহযোগীতা নিয়ে ২ বছর পার করেছে। আগামী দিনগুলোতে বিগত দিনের মতোই আমরা সবার সহযোগীতা ও আর্শিবাদে এগিয়ে যাবো এ প্রত্যাশা রইলো।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !