..........ইকবাল আহমদ
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ইকবাল আহমদ বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই দেশের মানুষ আজ দিশেহারা। মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ বিএনপির মাধ্যমে এই সংকটয় অবস্থার উত্তরণ চায়। এ ক্ষেত্রে আমাদেরকে শক্তিশালী হতে হবে। বিশেষ করে জকিগঞ্জ বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে ইকবাল আহমদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে নিয়ে যে অশালীন মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আগামীতে এমন মন্তব্য থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। গত ১লা সেপ্টেম্বর সোমবার বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জকিগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জকিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক এডভোকেট কাওছার রশীদ বাহারের সভাপতিত্বে ও সদস্য অধ্যাপক বদরুল হক বাদলের পরিচালনায় আয়োজিত সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা হিফজুর রহমান। বক্তব্য রাখেন জকিগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল বাইস, পৌর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, আব্দুল মালিক আনসারী, বিএনপি নেতা আহমদ রাজা মানিক, মোঃ মঈন উদ্দিন, আব্দুস শহীদ চুনু, জামাল আহমদ, ইফতেখার আহমদ ফরহান, মতিন আহমদ, রিয়াজ আহমদ, বজলুর রহমান মিলু, কাওছার আহমদ, ফেরদৌস আহমদ, উবায়দুর রহমান চৌধুরী রাজা, প্রবাসী বিএনপি নেতা কয়েছ আহমদ, পৌর যুবদল সভাপতি রিপন আহমদ, সেক্রেটারি আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক এইচ এম আবুল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান আহমদ মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান মুন্না, শিহাব আহমদ তাফাদার, ওয়ার্ড বিএনপি সভাপতি শামীম আহমদ, ছালাহ উদ্দিন ছালে, যুবদল নেতা আবুল কালাম সাগর, উপজেলা ছাত্রদল পাঠাগার সম্পাদক শাব্বির আহমদ, পৌর ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন হিরা, থানা ছাত্রদল নেতা আল আমিন, কাওসার আহমদ, ফয়সল আহমদ, মাহতাব আহমদ, ফয়জুল ইসলাম, আব্দুল করিম, মাহতাব আহমদ, হোসেন আহমদ, বুরহান উদ্দিন, রাসেল আহমদ, নাজিম উদ্দিন, তাজুল, আল আমিন ও জুবেল আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !