স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের মেধাবী শিক্ষক আব্দুল করিমের খুনের ঘটনায় অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের এসআই আব্দুস শাকুরের ফাঁসির দাবীতে ফেসবুক জগতে তোলপাড় শুরু হয়েছে। আপন বড় ভাইকে হত্যাকারী এই পুলিশ কর্মকর্তার ফাঁসির দাবীতে সাইবার জগত উত্তাল হয়ে উঠেছে। এবার ফেসবুকে পোস্ট করা তারই এক ছবি নিয়ে ঝড় উঠেছে সাইবার দুনিয়ায়। জকিগঞ্জ আদালত প্রাঙ্গনে তোলা ছবিটি গত ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ সংবাদের ফেসবুক একাউন্টে আপলোড করা হয়। একজন পুলিশের এসআইকে হাতকড়া লাগানো অবস্থায় একজন কনস্টেবল ধরে রাখা অবস্থায় তোলা ছবিটি ফেসবুকে আপলোডের পরই তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে ইন্টারনেট জগতে। পড়তে থাকে মন্তব্যের পর মন্তব্য। গত ২৩ আগস্ট শনিবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ছবিটিতে লাইক পড়েছে ২৫৮ টি। এছাড়া শেয়ার করেন ৮ জন। যারা শেয়ার করেছেন তাদের ওয়াল থেকেও আবার ছবিটি শেয়ার করেন অনেকে। মন্তব্য করেন জকিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ছবিটির লাইক সংখ্যা। মন্তব্য পড়ছে এসআই শাকুরকে বিভিন্ন ভাবে কটুক্তি করে ও ফাঁসির দাবী নিয়ে। ফেসবুক ব্যবহারকারী জনৈক রাসেল আহমদ বলেন- “ওকে জীবন্ত কবর দেওয়া হোক”। সালাহ উদ্দিন বলেন-“ফাঁসি চাঁই”। ছাদিকুল ইসলাম বলেন- “সালার বেটারে দেখতেউ লাগের গাঞ্জুরী”। মোজাম্মেল হক বলেন- “ধন্যবাদ”। সমির আহমদ বলেন- “তাকে কঠোর শাস্তি হিসেবে মৃত্যুদন্ড দেওয়া হোক”। আহমদুল হক চৌধুরী বেলাল- “আদালত প্রাঙ্গনের বর্ণনা দেন”। কে.এম. নাসির বলেন- “দৃষ্টান্তমূলক শাস্তি হোক”। মোঃ আমিরুল ইসলাম বলেন- “ফাঁসি চাই”। ফেরদৌস আহমদ বলেন- “এটা মানুষরূপী জানওয়ার, এর ফাঁসি হোক”। আব্দুর রউফ পাশা বলেন- “এসআই শাকুরকে এমন শাস্তি দেওয়া হোক, যাতে তার শাস্তি দেখে কোন শাকুর তার ভাইকে এমনভাবে করতে না পারে”। মোঃ জুবায়ের আহমদ বলেন- ফাঁসি চাই, রশীদ আহমদ বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি হোক শুয়র শাকুরের, আব্দুল হালিম বলেন- “ফাঁসি চাই”। আলমগীর সানী বলেন- “তাদের জবাই করা উচিত”। আহমেদ মাসুম বলেন, “জানওয়ারের মতো দেখতে চেহারা”। ইসলাম উদ্দিন ইসলাম বলেন- “সালাকে কাতল করা হোক”। ফয়সল চৌধুরী বলেন- “ফাঁসি চাই”। মোঃ রুহুল আমীন রুহেল বলেন- “ফাঁসি চাই”। আলী আমজাদ বলেন- “শাকুর কুত্তার ফাঁসি চাই”। মোঃ শফিক বলেন- “কুত্তার ফাঁসি চাই”। শামসুর রহমান শামীম বলেন- এই খুনীর ফাঁসি চাই, রুবেল আহমদ বলেন- জেগে উঠো জকিগঞ্জবাসী, শেখ সাইফুল সিদ্দিকী বলেন- “সালা মারমু গালে, দাত গিয়া পড়বে খালে”। মোঃ কামরুল ইসলাম বলেন- “জুতা তোর গালে”। রাজস বিশ্বাস নিশান বলেন, “জুতা তোর গালে মারলাম”। মোঃ কিবরিয়া আহমদ বলেন- “জকিগঞ্জ সংবাদ আমার এক দাবী ফাঁসি চাই”। রফিক আহমদ বলেন- “ফাঁসি চাই”। মোঃ সেলিম বলেন- “কুত্তার বাচ্চারে জুতার মালা গলাত দেও”। মোঃ টিপু বলেন- “ফাঁসি চাই”। মোঃ তপু বলেন- “গরুর বাচ্চার ফাঁসি চাই”। সাইফুল ইসলাম সামু বলেন- “হালার ফাঁসি চাই”। তাজুল ইসলাম তাজুদ্দিন বলেন- “সকলের সামনে সালার ফাঁসিটা দেখতে চাই”। সাহাব উদ্দিন সাবু বলেন, “এই জানওয়ারের বাচ্চারে ফাঁসি দিয়ে শিয়াল কুকুর দিয়ে কামরানো উচিত”। খালেদ রাজা বলেন- “ফাঁসি চাই, দিতে হবে”। রুহুল আমীন বলেন- “ধন্যবাদ”। শিব্বীর রেজা লস্কর বলেন- “এই জানুয়ারের ফাঁসি উচিত”। জসিম লস্কর বলেন- “এই কুত্তারে আগে জনগণ দিয়ে পিঠিয়ে পরে জেল হাজতে পাঠানো উচিত ছিল”। জালাল উদ্দিন বলেন- “ঐটা কুকুরের বাচ্চা”। জসিম লস্কর আবারও বলেন- “জালাল ভাই কুত্তার বাচ্চা বলা ভূল হবে। কারণ এটা বললে ওর বাপকে কুত্তা বলা হয়। এখানে তো ওর বাপের কোন দোষ নাই। ওরে কুত্তা, শুয়র, যা ইচ্চা বলেন”। হেলাল আহমদ বলেন- “কুকুরের চাইতেও নিকৃষ্ট”। আলিম বলেন- “ওকে ফাঁসি দিয়ে বুজান আইন টার বাপকেও ছাড়েনা”। মিনহাজ আলম মাহফুজ বলেন- “ওকে রিমান্ডে নেওয়া হোক”। জাকির হোসাইন বলেন- “সালার রিমান্ড দেওয়া হলো না কেন”। হারুনুর রশীদ বলেন- “হালার মুখে মুইত্তা দে”। রুবেল আহমদ বলেন- “দৃষ্টান্তমূলক শাস্তি চাই”। সুফিয়ান ইপু বলেন- “এই হালারে ফাঁসি দেওয়া উচিত”। আব্দুল বাতিন ফয়সল বলেন, “এর মতো খুনীদের ফাঁসি হওয়া উচিৎ, আমি ওর ফাঁসি দাবী করছি”। এম. এ. কালাম আজাদ বলেন- “কুত্তা”। আব্দুর রহমান রুবেল বলেন- “ফাঁসি চাই”। মোঃ খালেদুর রহমান বলেন- “বেঈমান এর শাস্তি মরণ”। এ রকম শত শত মন্তব্যের ঝড় বইছে ফেসবুক ওয়ালে। শেয়ার হচ্ছে ছবি। দ্রুত বাড়ছে লাইকের সংখ্যা।
উল্লেখ্য যে, সিলেট মেট্রোপলিটন পুলিশের এসআই শাকুর গত ১৯ আগস্ট মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে প্রেরণের পূর্ব মহুর্তে হাতকড়া লাগানো অবস্থায় তোলা এসআই শাকুরের একটি ছবি ফেসবুকে আপলোড করা হলে এভাবেই তোলপাড় শুরু হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !