স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে ভয়াল ২১ আগষ্টের আলোচনা সভায় বক্তারা বলেছেন, যখন বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যায় তখনই আওয়ামীলীগ নির্মুল করার ষড়যন্ত্রে মেতে উঠে। সারাদেশে বোমাবাজী করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলে দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিনত করে। বক্তারা ২১ আগষ্টের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবী জানিয়ে বোমা হামলায় নিহত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন ও আহত নেতাকর্মীদেরকে সরকারীভাবে চিকিৎসা প্রদানের আহবান জানান। গত ২১ আগস্ট বৃহস্পতিবার পুরাতন কোর্ট মার্কেটে আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী সর্মথক গোষ্টির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগ সহ সভাপতি মুক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে ও পৌর যুবলীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ নেতা আশোক আহমদ, রশিদ আহমদ, আব্দুল কাদির, পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শাহারিয়ার হক, আব্দুল মুকিত, নাজু আহমদ, নাজির আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, জুনাইদ আহমদ জুনেদ, গুলজার আহমদ, জাহেদ আহমদ, মোস্তফা আহমদ, ফয়ছল আহমদ, তানজিম শাহারিয়ার শাওন, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জীবন, ছাকিব আল হাসান, আশরাফ রনি, পিংকু মালাকার, জালাল আহমদ ও সাহেদ আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !