..........মাসুক উদ্দিন আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জালালাবাদ গ্যাসের পরিচালক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত আনোয়ার হোসেন সোনাউল্লাহ নিজের জীবন-যৌবন রাজনীতির জন্য বিলিয়ে দিয়েছেন। আমরা তাকে ভূলতে পারি না। তাঁর রাজনৈতিক জীবন আমাদের চলার পাথেয়। তিনি গত ২৬ আগস্ট সোমবার কাজলসার ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাউল্লাহ’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মালিকের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গফুর এবং ছাত্রলীগ নেতা সুমন আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ময়নুল হক, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মখলিছুর রহমান মেখন, সিলেট মহানগর যুবলীগের সদস্য আতিকুর রহমান মনি, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সদস্য তুতিউর রহমান, আব্দুল করিম, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক লেইছুল হক দুলাল, সাবেক যুবলীগ নেতা আনোয়ার কামাল চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম সেলিম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নূরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা মেহেদী হেলাল, দেবাশিষ মূখ্য রাজু ও পারভেজ আহমদ প্রমূখ। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !