মনোনয়নপত্র দাখিল-৩০ আগস্ট, বছাই-৩১ আগস্ট, প্রার্থীতা প্রত্যাহার-৭ সেপ্টেম্বর, ভোট গ্রহণ-২১ সেপ্টেম্বর
স্টাফ রিপোর্টার
আগামী ২১ সেপ্টেম্বর জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের উপ নির্বাচন। গত ২০ আগস্ট বুধবার এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৩০ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩১ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২১ সেপ্টেম্বর ভোগ গ্রহন। জানাযায়, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মিসবাহ জামানের বিরুদ্ধে পরিষদের সদস্যরা অনাস্থা আনেন ২০১২ সালের অক্টোবরে। পরে একাধিক মামলায় তিনি সাজা প্রাপ্ত হলে মন্ত্রণালণয়ের অনুমোদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা চলতি বছরের ৫ মে বারহাল ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে এই ইউনিয়নে আগামী ২১ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বারহাল ইউনিয়নের উপনির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। প্রচার প্রচারণার কৌশল হিসাবে আগে থেকেই ষ্টিকার, ক্যালেন্ডার, ঈদ কার্ড, শুভেচ্ছা ব্যানার, ফেষ্টুন বিতরণ করছেন কেউ কেউ। বিবাহ অনুষ্ঠান, খেলাধুলা ও জানাজাসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন তারা। নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছেন অনেক প্রার্থী। এবার প্রতিটি ইউনিয়নে নির্বাচনী লড়াইয়ে প্রবীনদের সাথে নবীনরাও কম নয়। প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষন করছেন ভোটাররা। বারহাল ইউনিয়নের উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন ১ নং বারহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, হাজী ছিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ ব্যবসায়ী বুরহান উদ্দিন রনি, মুক্তিযোদ্ধা ফজলুল হক চৌধুরী আবুল, মঞ্জুরুল হামিদ চৌধুরী, মোস্তাক আহমদ, জালাল আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী, প্রবাসী আফজল চৌধুরী, আ.লীগ নেতা নজরুল ইসলাম চুনু, বিএনপি প্রবাসী এডভোকেট ইকবাল আহমদ, আহমদুল হক চৌধূরী বেলাল, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা মর্তুজা আহমদ চৌধুরী, এটিএম সেলিম আহমদ, জমিয়ত নেতা সালেহ আহমদ শাহবাগী, আবুল হোসেন চৌধুরী হাসনু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি নুরুল ইসলাম সুহেল প্রমূখ। এছাড়া ২০১২ সালের ২২ অক্টোবর থেকে বারহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য মানিক মিয়া। তিনি প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
উল্লেখ্য যে, বারহাল ইউনয়নের মোট ভোটার ১৮ হাজার ৯শ ২৪। এর মধ্যে ৯৪৮৮ জন পুরুষ এবং ৯৪৩৬ জন মহিলা । এসব ভোটার ৯টি কেন্দ্রের ৫২টি বুথের মাধ্যমে ২১ সেপ্টেম্বর বারহালের নতুন অভিভাবক নির্বাচিত করবেন। ২০১১ সালের ১৪ জুন বারহাল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী উপ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানের মেয়াদ ২০১৬ সালের জুলাই মাসে শেষ হয়ে যাবে কারণ তখন পরিষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !