স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মরহুম আলহাজ্ব আনোয়ার হোসেন সোনাউল্লাহ’র চেহলাম উপলক্ষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের পদভারে মূখরিত হয়ে উঠেছিল জকিগঞ্জ। জানা যায়, গত ২৭ আগস্ট বুধবার প্রয়াত আনোয়ার হোসেন সোনাউল্লাহ’র পৌর শহরের পীরেরচকস্থ বাড়িতে পারিবারিকভাবে চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ এই আওয়ামীলীগ নেতার চেহলামের দাওয়াত পেয়ে তার বাড়িতে ছুটে আসেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ড. আহমদ আল কবীর, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আওয়ামীলীগ নেতা এডভোকেট মোশতাক আহমদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগলু চৌধুরী। শুধু তাই নয়, উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও জকিগঞ্জ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ জড়ো হয়েছিলেন। যা দেখে অনেকেই হতবাক হয়ে বলেছেন, চলচলে অতি সাধারণ মরহুম সোনাউল্লাহ’র এত গুণ ছিল বলে আমরা আগে বুঝতে পারিনি। এলাকার লোকজন বলেন, জকিগঞ্জ পৌর এলাকায় অতিতে কোন চেহলাম অনুষ্ঠানে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আগমন চোঁখে পড়েনি। এদিকে ঐ দিন পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে মরহুম আলহাজ্ব আনোয়ার হোসেন সোনাউল্লাহ’র জীবনের বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !