আশার বাণী অনেক শুনেছি
এবার সড়কের সংস্কার চাই
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ-শেওলা সড়ক কয়েক বছর থেকে চলচলের অনুপযোগী হয়ে পড়লেও তা সংস্কারের জন্য কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এনিয়ে বিক্ষোব্ধ এলাকবাসী সময়ে সময়ে অনেক আন্দোলন কর্মসূচী পালন করলেও কাজের কাজ কিছু হয়নি। এনিয়ে এলাকবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। গত ১৩ সেপ্টেম্বর শনিবার বিক্ষোব্ধ এলাকাবাসী সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন। ফলে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন অবরোধস্থলে এসে আটকা পড়লে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এ সময় বিক্ষোব্ধ জনতা অভিযোগ করে বলেন, জকিগঞ্জ-শেওলা সড়কের ৭ কিলোমিটার রাস্তায় বেশ কয়েক বছর থেকে বড়বড় গর্ত ও খানাখন্দকে ভরপুর থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংস্কারে কোন ধরণের কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আমরা সড়কটি সংস্কারের দাবীতে কঠোর আন্দোলন কর্মসূচী দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তা ব্যক্তিবর্গ এসে শুধু আশার বাণী শুনান। বেশ কয়েকবার সড়কটি অবরোধ করা হলে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার অবরোধস্থলে এসে জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার করা হবে বলে আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আশ্বাস প্রদানের পর মাস নয় বছরের পর বছর চলে গেলেও কার্যকর কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা। দীঘ ৩ ঘন্টা অবরোধের পর খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ অবরোধস্থলে এসে আগামী ঈদের পরই কাজ শুরু হবে মর্মে প্রতিশ্র“তি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এ সময় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ইউপি যুবলীগ সভাপতি শহীদ আহমদ, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মতিউর রহমান, শিক্ষার্থী আব্দুল হাই শহীদ, লুৎফুর রহমান, আলমগীর হোসেন আব্দুল হক ও মাহবুবুল আলম প্রমূখ। সভা থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সংস্কারের দাবীতে আন্দোলন করছে শিক্ষার্থী, যাত্রী ও স্থানীয় জনসাধারণ। বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। কখনো যেতে পারলেও ভাড়া দিতে হচ্ছে ২/৩ গুন। গত পহেলা রমজান থেকে টানা কয়েকদিন পরিবহন শ্রমিকরা সড়ক সংস্কারের দাবীতে এ সড়কে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ও রাস্তাটি সংস্কারের আশ্বাসে গাড়ী চলাচল শুরু করলেও দুরপাল্লার যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। তাই আগামী ঈদের পর সড়কটি সংস্কার করা না হলে এলাকাবাসী কঠোর কর্মসূচী প্রদান করবে। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার আহবান করে কার্যাদেশ প্রদান করা হয়েছে। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !