স্টাফ রিপোর্টার
সিলেট শিল্প ও সাহিত্য পরিষদের উদ্যোগে গত ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট নগরীর আল ফালাহ টাওয়ারে সীমান্তিকের নব নির্বাচিত কেন্দ্রীয় মহাসচিব মোঃ আব্দুল কুদ্দুছ-এর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট শিল্প ও সাহিত্য পরিষদের সভাপতি এম ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে ও কবি সাংবাদিক সৈয়দ মুক্তদা হামিদের উপস্থাপনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের নব নির্বাচিত কেন্দ্রীয় মহাসচিব মোঃ আব্দুল কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোঃ সাহাব উদ্দিন মাহমুদ। সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আলী হোসাইন রুবেল-এর ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেলপ্লেস বাংলাদেশ লিঃ এর নির্বাহী পরিচালক মুজিবুছ সামাদ চৌধুরী, সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ভিজিটিং অফিসার ফাতেমা সিদ্দিকা জুই, একতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রিয়াজ, সেলপ্লেস বাংলাদেশ লিঃ এর হিসাব রক্ষক নির্মলেন্দু শেখর রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !