.......... এম.কামরুজ্জামান দনারামী
স্টাফ রিপোর্টার
সৌদী আরবস্থ জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিলেটের এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা এম. কামরুজ্জামান বলেছেন, জকিগঞ্জ সংবাদে সিলেটের সব ক’টি উপজেলার খবর তুলে ধরা হোক। এ ক্ষেত্রে পত্রিকার পাতা বৃদ্ধির প্রয়োজন হলে আমি সহযোগীতা করবো। কেননা পত্রিকাটি ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, পত্রিকাটিতে অন্তত প্রতি মাসে একটি পাতা বৃদ্ধি করে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হোক। এর সম্পূর্ণ ব্যায় আমি বহন করতে প্রস্তুত। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম গ্রামের কৃতি সন্তান এম. কামরুজ্জামান দনারামী আরও বলেন, পত্রিকার পক্ষ থেকে প্রতি ছয় মাস পর পর কোন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেমিনারের আয়োজন করা হলে তার সম্পূর্ণ ব্যায়ভার আমি বহন করবো। তিনি পত্রিকার প্রধান সম্পাদক রহমত আলী হেলালীর কথা উল্লেখ করে বলেন, তার সম্পাদিত বিভিন্ন বই, ম্যাগাজিন ও পত্র-পত্রিকা পড়ে আমি জকিগঞ্জ সংবাদের প্রতি আকৃষ্ঠ হয়েছি। আশির দশকের এই ছড়াকার বলেন, বেঁচে থাকলে আজীবন জকিগঞ্জ সংবাদের অগ্রযাত্রায় আমার প্রচেষ্ঠা থাকবে। এ সময় জকিগঞ্জ সংবাদের পক্ষ থেকে তাকে পৃষ্ঠপোষক হওয়ার অনুরোধ করলে তিনি তাতে সদয় সম্মতি জ্ঞাপন করেন।
এম. কামরুজ্জামান দনারামী সম্প্রতি সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে আসলে তাকে পত্রিকার প্রধান সম্পাদক রহমত আলী হেলালী বরণ করে নেন। এ সময় তিনি পত্রিকা পরিবারের সাথে এক সৌজন্য মতবিনিময়কালে এসব কথা বলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !