শাহবাগ থেকে ১ ট্রাক ফেনসিডিল আটক!
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশ এবার নিজেদের সফলতা ও দক্ষতার প্রমাণ দিল। আটক করল ৭শ বোতল ফেনসিডিল ভরা ১টি ট্রাক। এটা গত কয়েক বছরের মধ্যে জকিগঞ্জ থানা পুলিশের সেরা এক অভিযান। জানা যায়, গত ৩০ আগস্ট শনিবার ভোর ৫ টায় শাহবাগ স্টেশন থেকে মালবাহী ১টি ট্রাক থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। একই সাথে রুমেল আহমদ নামক এক ব্যক্তিকে আটক করা হয়। সে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের হাজারিচক গ্রামের বদরুল হকের পূত্র। পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলমের নেতৃত্বে শনিবার ভোর সাড়ে ৪ টায় উত্তরকুল থেকে সিলেটে ৩ টনা ট্রাক দিয়ে ফেনসিডিল নেয়ার পথে আটগ্রাম স্টেশনে পুলিশ আটকানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকটি দ্রুত চলে গেলে পিছু ধরে পুলিশ। প্রায় ২০ কিলোমিটার দূর শাহবাগ বাসস্টেশনে গিয়ে পুলিশ পুনরায় গাড়িটি আটকানোর চেষ্ঠা করলে ফেনসিডিলবাহী ট্রাকটি পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে একটি দেয়ালে আটকে পড়ে। এ সময় ট্রাকে থাকা ফেনসিডিল ব্যবসায়ীরা দৌড়ে গিয়ে স্থানীয় হাওরের পনিতে পড়ে যায়। তবে এদের মধ্য থেকে একজনকে আটক করে ফেলে পুলিশ। এব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম বলেন, প্রায় এক মাস থেকে এতবড় চালান ধরতে সোর্স নিয়োগ করি। এরই ধারাবাহিকতায় এই চালানটি আটক করি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !