স্টাফ রিপোর্টার
দীর্ঘ ৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জকিগঞ্জ পৌরসভা বিএনপির সম্মেলন আজ ৬ সেপ্টেম্বর শনিবার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌরসভার ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা গোপনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল। এছাড়া সাধারণ সম্পাদক পদে আব্দুশ শাকুর ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম সাগর নির্বাচিত হন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাওছার রশীদ বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফ্ফার, আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, আলী আহমদ, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ইকবাল আহমদ, এডভোকেট হাসান আহমদ পটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বদরুল হক খসরু, মোস্তাক আহমদ, আতাউর রহমান কাচা মিয়া, ইসমাইল হোসেন সেলিম, শফিক আহমদ, হানুর ইসলাম ইমন, আব্দুল মালেক, অলি চৌধুরী, দিদার ইবনে তাহের লস্কর, খন্দকার ফয়েজ আহমদ, মোবারক হোসেন তুহিন ও আলী আহমদ আলম প্রমূখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ৫ জানুয়ারীর তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সম্পুর্ণ স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। জালিম এ সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !