জকিগঞ্জের থানাবাজার মাদ্রাসায়ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুর রহমান (৫৯) গত ১৭ আগস্ট রোববার সকাল পৌনে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী.....রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন থেকে কিডনী জনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাওলানা শফিকুর রহমান ইছামতি কামিল মাদ্রাসায় সিনিয়র প্রভাষক হিসেবে যোগদান করে ৫ বছর কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে থানাবাজার মাদ্রাসায় সুপার হিসেবে যোগদান করে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মাদ্রাসায় নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। এলাকার সাধারণ মানুষের সাথে ছিল তার হৃদ্যিক সম্পর্ক। তিনি জন্ডিস, পেটের পীড়া, গলার রোগসহ বিভিন্ন জঠিল রোগের চিকিৎসা দিতেন। ঐদিন বিকেল ৪টায় তার প্রিয় শিক্ষা-প্রতিষ্ঠান থানাবাজার মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন আল্লামা নজমুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। মরহুমের জীবনের নানা দিক নিয়ে জানাযা পূর্ব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাকীম হায়দর, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষক-কর্মচারি উন্নয়ন সমিতির সভাপতি সুপার মাওলানা আব্দুস ছবুর, সাধারণ সম্পাদক সুপার মাওলানা মুহিবুর রহমান, নবীগঞ্জ দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ফারুক আহমদ, থানাবাজার মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুর রহমান, আব্দুল হাই মাসুদ, মরহুমের পুত্র হাফেজ জুনেদ আহমদ।
এদিকে গত ২৩ আগস্ট শনিবার মাওলানা শফিকুর রহমানের ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে থানাবাজার মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মরহুমের বড় ভাই ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মুশাহীদ আহমদ কামালী ও সুপার মাওলানা আব্দুস ছালাম। আলোচনা রাখেন মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আব্দুল মুকিত ও হাফিজ মাওলানা আব্দুর রহমান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !