.......... সাজনা সুলতানা হক চৌধুরী
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী বলেছেন, পবিত্র ঈদ-উল ফিতর আসন্ন, সিয়াম সাধনার মোবারক মাস শেষ হতে চলেছে। এই মাস থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীদিনে দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করতে হবে। তিনি গত ২২ জুলাই মঙ্গলবার জকিগঞ্জের মানিকপুর ইউনিয়ন বঙ্গবন্ধু আর্দশ পরিষদ আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। পরিষদের সভাপতি সজল কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক উদ্দীন চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মোঃ দেলওয়ার হুসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোস্তাকিম হায়দার। বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগের সভাপতি মালেক আহমদ, পরিষদের সহ সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা সেলিম সওদাগর, সারওয়ার হুসেন চৌধুরী রাজা, সীমান্তিকের মহাসচিব আব্দুল কুদ্দুছ, সীমান্তিক স্কুলের প্রিন্সিপাল নজরুল হক তাপাদার, বঙ্গবন্ধু পরিষদ কসকনকপুর ইউনিয়ন সভাপতি শামীম আহমদ ও বাল্লাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আব্বাস উদ্দীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য নাজীম উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মুতলীব, সদস্য জয়নাল আবেদীন, আব্দুল কাইয়ুম, ছমেদ আহমদ, কবির আহমদ ও নাজিম উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে জকিগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের কান্ডারী আলহাজ্ব আনোয়ার হোসেন সোনাউল্লাহ’র মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !