
স্টাফ রিপোর্টার
প্রতিষ্ঠার তিন বছর পর ১৯৭৫ সালে জ্বালিয়ে দেয়ার পর থেকে বিলুপ্ত জকিগঞ্জের কেছরী খলিকুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পুন:প্রতিষ্ঠার প্রয়াস আরো এক ধাপ এগিয়েছে। সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ আবু জাফর রিপন গত ১৮ জুন জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদ্যালয়টির ভূমির সীমানা চিহ্নিত করণের মাধ্যমে স্কুলের দখলে আনয়নে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করেছেন। কেছরী প্রাথমিক বিদ্যালয় পুণ:প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মোছলেহ উদ্দিন সুহেল জানান, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত সরেজমিন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, ভূমি সংক্রান্ত আইনী জটিলতার কারণে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যালয়টি বিলুপ্ত হবার পর বিদ্যালয়ের শিক্ষরা অন্যত্র বদলী হলে যথারীতি তারা চাকুরি থেকে অবসর গ্রহণ করলেও অজ্ঞাত কারণে বিদ্যালয়টি পুণ;প্রতিষ্ঠা হয়নি। কেছরী গ্রামের আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ঐ এলাকার ১৫টি গ্রামের শিশুরা বাড়ীর কাছেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৩৮ বছর পর গত বছরের নভেম্বর মাসে বিদ্যালয়ের হারিয়ে যাওয়া দলিলটি সিলেটের সদর মাহফুজখানা থেকে উদ্ধার করা হয়েছে। ৩৯ বছর পর বিদ্যালয়টি জ্বালিয়ে দেয়ার অভিযোগ এনে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন বিষয়টি স্থানীয় পর্যায়ে সুরাহা না হলে উচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !