স্টাফ রিপোর্টার
আপজনদের হাহাকার, চোখের জল, দীর্ঘশ্বাস, অপলক দৃষ্টি আর শ্রদ্ধা ভালবাসায় গত ২১ জুলাই সোমবার শেষ বিদায় জানানো হলো জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব আনোয়ার হোসেন সোনাউল্লাহকে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০ জুলাই রোববার আড়াইটায় ৭৫ বয়সে পৌর শহরের পিরেরচক গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। সোমবার দুপুর দুইটায় জকিগঞ্জ টাউন ঈদগাহে তার জানাজার নামায অনুষ্ঠিত হয়। তার জানাযায় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবিসহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। স্মরণকালের বড় এ জানাযার পূর্বে মরহুমের কর্ম ও জীবনের উপর আলোকপাত করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুজ জহির সুফিয়ান, সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ পাপলু, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলগের যুগ্ম আহবায়ক এম এ জি বাবর, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও জেলা সদস্য লোকমান উদ্দিন চৌধুরী। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে আব্দুল জলিল ও আব্দুল আহাদ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জানাযায় ইমামতি করেন মরহুমের নাতি হাফিজ আল আমিন। জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ মালেক চৌধুরী, সাধারন সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, সাংবাদিক আল মামুন, রিপন আহমদ, এনামুল হক মুন্না, আল হাছিব তাপাদার। জানাযা শেষে তাকে পৌর শহরের পীরেরচক কবরস্থানে দাফন করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !