.......... এড. মিসবাহ উদ্দিন সিরাজ
আহমদুল হক চৌধুরী বেলাল
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি আলহাজ্ব আনোয়ার হোসেন জকিগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে জকিগঞ্জ তথা সিলেটবাসী হারালো একজন প্রাজ্ঞ রাজনীতিবীদকে। তিনি বলেন, আনোয়ার হোসেন সোনাউল্লাহ শুধু একজন রাজনীতিবীদ ছিলেন না, তিনি ছিলেন জকিগঞ্জবাসীর একজন যোগ্য অভিভাবক। তাই তার এই শূণ্যতা কোনদিন পূরণ হওয়ার নয়। তিনি গত ৬ আগস্ট বুধবার জকিগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে শেখ রাসেল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মেয়র আনোয়ার হোসেন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ এমরান হুসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মোঃ খছরুল আলম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোশতাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক সূজাত আলী রফিক, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী খলিল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম এ জি বাবর, সিরাজ উদ্দীন, আব্দুল আহাদ ও নাসিম আহমদ। বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও প্রয়াত মেয়রপূত্র আব্দুল আহাদ, যুবলীগ নেতা শহীদ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শিহাব, জেলা ছাত্রলীগ নেতা সবিনয় চন্দ্র মল্লিক, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুস সবুর, জামিল আহমদ ও আব্দুল আহাদ প্রমূখ। উপস্থিত ছিলেন থানার ওসি জামশেদ আলম, আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দীন, জকিগঞ্জ টাউন ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, প্রবাসী যুবলীগ নেতা রুবেল আহমদ শিবলু, আওয়ামীলীগ নেতা আব্দুস শুক্কুর লস্কর, আব্দুল কাদীর চৌধূরী মাখন, আব্দুল খালিক মেম্বার, আলী আহমদ, শিহাব আহমদ, জামাল আহমদ, আব্দুস শহীদ, রইছ আলী, ফুরকান মুন্সী, ফখরুল ইসলাম, ছফির উদ্দীন, খলিলুর রহমান, মারুফ আহমদ, মাজেজা রওশন শ্যামলী, যুগ্ম সাধারণ সম্পাদিকা সুজিয়া বেগম, শেখ রাসেল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য মাহবুবুল করিম, আতিকুল হক, খালেদ আহমদ, কৌশিক রায়, মামুনুর রশীদ, কবির আহমদ, খছরুল আলম, বিজিত রায়, জুবায়ের আহমদ, আপ্তাব আহমদ, রুম্মান আহমদ ও শাহেদ আহমদ প্রমূখ। সভার প্রায় সকল বক্তাই আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান কমিটির আহবায়ক পৌর মেয়রের ভূয়সী প্রশংসা করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং নব গঠিত শেখ রাসেল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহবায়ক কমিটির সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধূবাদ জানান। সভা শেষে পরিষদের পক্ষ থেকে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি মোঃ আবুল হাসান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !