Headlines News :
Home » » শ্রদ্ধা ও ভালোবাসায় জকিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

শ্রদ্ধা ও ভালোবাসায় জকিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

Written By zakigonj news on শনিবার, ২৩ আগস্ট, ২০১৪ | ১২:২৫ PM

স্টাফ রিপোর্টার
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জকিগঞ্জবাসী স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে গত ১৫ আগস্ট শুক্রবার জকিগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করেছে। জানা জায় সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পর র‌্যালী সহ জকিগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। জুম্মার নামাজের পর বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে মোনাজাত করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বেলা ২টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাহিদ হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক নাছিম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ জি বাবর, বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, সাংগঠনিক কমান্ডার ফয়জুর রহমান, সহকারী কমান্ডার সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, নিয়াজ আলী, সিরাজ উদ্দিন, কমর উদ্দিন, মনির আলী, আব্দুল জলিল, হোসেন আলী, আজমল আলী, আব্দুল মুতালেব ও সন্তান কমান্ড সদস্য আব্দুল মানিক প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্তান কমান্ডের সদস্য মাওঃ তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা সুশেন্দ্র রায়। একই দিন বিকালে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা পৌর শহরস্থ উপজেলা শ্রমিকলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি পৌর কাউন্সিলর কামরুজ্জামানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন সায়েক, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ, উপজেলা আওয়ামীলীগ সদস্য জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আসাদ উদ্দিন, শ্রমিকলীগ সহ সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহমদ আল ফয়সল, খালেদ আহমদ, শ্রমিকলীগ অর্থ সম্পাদক জিতু মিয়া, ইউপি যুবলীগ সভাপতি নুরুল ইসলাম, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা দেবাশীষ দেশমূখ্য রাজু, মোহাম্মদ আলী, ইউপি ছাত্রলীগ নেতা ভাস্কর দেশমূখ্য ও ইমরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের আজমান উদ্দিন, ছাত্রলীগের নাজিম উদ্দিন, হোসাইন আহমদ, খসরুল ইসলাম, জাবের, আলী হোসেন, মিছবাহ, কাওছার, রুবেল, ইমন, ফারুক , ইমরান, সুজন ও জুবের প্রমূখ। ঐদিন সন্ধায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পরাতন কোর্ট মার্কেটে আওয়ামীলীগ কার্যালয়ে মুক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে ও পৌর যুবলীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। বক্তব্য রাখেন পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বিলাল আহমদ, আব্দুল মুকিত, নাজির আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, জুনাইদ আহমদ জুনেদ, গুলজার আহমদ, লিমন আহমদ, জাহেদ আহমদ, মোস্তফা আহমদ, ফয়ছল আহমদ, তানজিম শাহারিয়ার শাওন ও কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জীবন প্রমূখ। এছাড়া ঐদিন জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকীতে বারহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক লেইছুল হক দুলালের সভাপতিত্বে ও বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ময়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মখলিছুর রহমান মেখন, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কয়ছর আহমদ, উপজেলা আ’লীগ সদস্য তুতিউর রহমান, ইউপি আ’লীগ নেতা ফারুক আহমদ, শ্রমিকলীগ নেতা ইব্রাহীম আলী, কৃষকলীগের সাধারণ সম্পাদক মইকাস মিয়া, আ’লীগ নেতা আশফাক মিয়া, শেখ আব্দুল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি নুরুল ইসলাম সুহেল, শেখ আব্দুর রহিম, যুবলীগ নেতা নজরুল ইসলাম টুকু মিয়া, আ’লীগ নেতা মুতাহির আলী ,বারহাল স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মাহবুবুল আলম মাহবুব, যুগ্ম আহ্বায়ক হেলন আহমদ, শাহীন আহমদ, লিপু আহমদ, বারঠাকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ। উপস্থিত ছিলেন জুনেদ আহমদ, রাহাত, কাওছার, দুলাল, লিপু, নূরুল ইসলাম, বদরুল ইসলাম, জামিল আহমদ, মামুন আহমদ, শাহ আলম ও শিপলু। দোয়া পরিচালনা করেন ব্যবসায়ী আকবর আহমদ।
Share this article :

0 মন্তব্য:

Speak up your mind

Tell us what you're thinking... !

ফেসবুক ফ্যান পেজ

 
Founder and Editor : Rahmat Ali Helali | Email | Mobile: 01715745222
25, Point View Shopping Complex (1st Floor, Amborkhana, Sylhet Website
Copyright © 2013. জকিগঞ্জ সংবাদ - All Rights Reserved
Template Design by Green Host BD Published by Zakigonj Sangbad