স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ সেটেলন্টে অফিসে গত ২৯ মে ভূমি নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে শুনানী চলাকালে সংর্ঘষের ঘটনায় জকিগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য দৈনিক সিলেট বানীর জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার সেখানে যান। এ সময় সেখানে মধ্যেস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। পরবর্তীতে এ ঘটনায় জকিগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হলে একটি পক্ষ পরিকল্পিতভাবে সাংবাদিক আল হাসিব তাপাদার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদকে আসামী করে। অভিযোগ রয়েছে প্রকৃত আসামীদের বাদ দিয়ে যুবলীগ, ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আসামী করে সেটেলন্টে অফিসের কতিপয় দালালদের ইন্দনে কামিল আহমদ নামের একজন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। সম্প্রতি আলোচিত এ মামলার চার্জশিট দেয়া হয়েছে। এতে অভিযোগ উঠেছে তদন্ত ছাড়াই মামলার তদন্তকারী কর্মকতা এসআই শরীফ দৈনিক সিলেট বানীর প্রতিনিধি আল হাছিব তাপাদার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদসহ যুবলীগ, ছাত্রলীগ ১২ নেতাকর্মীদের জড়িয়ে আদালতে চার্জশীট দাখিল করেন।
এদিকে সাংবাদিক আল হাছিব তাপাদার কে জড়িয়ে চার্জশীট দাখিলের তীব্র নিন্দা জানিয়েছেন জকিগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দ। নিন্দা জ্ঞাপন করেছেন দৈনিক সিলেটের ডাক নিজস্ব সংবাদদাতা বদরুল হক খসরু, শ্যামল সিলেট প্রতিনিধি আবুল খায়ের চৌধুরী, সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, কালের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল্লাহ আল-মামুন, জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, উত্তরপূর্ব প্রতিনিধি অপূর্ব পাল ও মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !