স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানার সাবেক জনপ্রিয় ওসি ও বর্তমান বিজিবির লিয়াজো অফিসার ডি জামান মিলু বাসার সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন। গত ২৬ জুলাই শনিবার রাত সাড়ে ১২টায় তাঁর এই মৃত্যুর ঘটনা ঘটে। সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম সেবা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাসার তিন তলা থেকে দুই তলায় নামার সময় সিঁড়ি থেকে পড়ে তিনি মাথার পিছন দিকে গুরুতর আঘাত পান। ব্রেন হেমারেজ-এ তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ আরিফ বলেন, রাত ১২ টা ৩৫ মিনিটের দিকে ডি জামান মিলুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সিলেট নগরীর আম্বরখানস্থ ইস্টার্ণ প্লাজার তিন তলার একটি ফ্লাটে বসবাস করতেন। ডি জামান মিলু সিলেটে বিজিবির লিয়াজো অফিসারের দায়িত্ব পালনের আগে সুনামগঞ্জে ডিবি পুলিশের ওসি ছিলেন। তিনি গত কয়েক বছর ধরে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য যে, ডি জামান মিলুর গ্রামের বাড়ি ছিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুর গ্রামে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !