......... আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি
স্টাফ রিপোর্টার
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি এখন মহাজোটে নেই। এখন আমরা বিরোধী দলে। বিরোধীদল হলে শুধু বিরোধীতা করতে হবে তা নয়, বরং দেশের উন্নয়নের স্বার্থে সরকার ও বিরোধীদলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজের বিরোধীতা করবে জাপা। গত ৯ আগষ্ট শনিবার উপজেলার সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংর্বধনা সভায় সংর্বধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল খালিকের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হালিমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জুবায়ের আহমদ মাহিন ও মানপত্র পাঠ করেন শিক্ষার্থী বর্ষা বিনতে জাকির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কবীরের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জালালাবাদ গ্যাসের পরিচালক ও সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা আব্দুস শহিদ লস্কর বশীর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, সাবেক চেয়ারম্যান ময়নুল হক, নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হেলাল আহমদ লস্কর ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মুদরিছ আলী, ওয়াহিদুর রহমান হারুন, জামাল আহমদ ও তাহমিনা আক্তার হাঁসি প্রমূখ। উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ, ওয়াজেদ আলী মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হফিজ ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জালাল, বুরহান উদ্দিন মুক্তা, সিলেট মহানগর যুবলীগের সদস্য আতিকুর রহমান মনি, উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ আব্দুল করিম, জাপা নেতা নুমান উদ্দিন চৌধুরী, শামিম আহমদ, শাহাব উদ্দিন সাবু, ছাত্র সমাজ নেতা শাহারিয়া রহমান অমিত, সাংবাদিক আল হাসিব তাপাদার ও মেহদী হেলাল প্রমূখ। শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের মালা পরিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ, রাফি ও সাজেদা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !