.......... জুলকারনাইন
স্টাফ রিপোর্টার
একটি বাড়ি একটি খামার প্রকল্পের জকিগঞ্জ উপজেলা সমন্বয়কারী জুলকারনাইন বলেছেন, অসচ্ছল ও বেকারেরা যাতে আত্মনির্ভর হতে পারেন তার জন্য বর্তমান সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছে। তাই সরকারী সহযোগিতা পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য নির্মাণ নিজেদেরই করতে হবে। সমিতির নিয়ম-কানুন মেনে সকলকে কাজ করতে হবে। সমিতির কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাদিহিতা থাকতে হবে। তিনি গত ২২ জুলাই মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে কামালপুর জামুরাইল গ্রাম উন্নয়ন সমিতির ইফতার পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদের সভাপতিত্বে ও সমিতির সভাপতি রহমত আলী হেলালীর উপস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফিল্ড অফিসার সাইদুর রহমান, সমিতির সেক্রেটারী নাজিম উদ্দিন ও ডাঃ হোসেন রাজা ফারুরী। উপস্থিত ছিলেন সমিতির সদস্য হাসান আহমদ, আহাদুর রহমান মুন্না, আখলাক আহমদ, মুরশেদ আহমদ, নজরুল ইসলাম, ফারহানা আলী, আতা মিয়া, শাহাব উদ্দিন, আলতাফ মিয়া, হাফিজ শাকির আহমদ, আলম আহমদ ও সুহেল আহমদ প্রমূখ। পরে মোনাজাত করেন মাওলানা মোঃ ইউনুছ আলী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !