.......... ইউএনও টিটন খীসা
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেছেন, সোনার বাংলা সমিতি অসহায় দারিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলামের সাহসিকতা ও পরিশ্রমে এ সমিতি অনেক দূর এগিয়ে গেছে। দেখে ভালো লাগছে যে, সোনার বাংলা সমিতি জকিগঞ্জের মানুষের কল্যাণে একটি এ্যাম্বুলেন্স উদ্বোধন করতে যাচ্ছে। একই সাথে তারা অসহায় দারিদ্র মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করছে। তাই নিঃসন্দেহে বলা যায়, জকিগঞ্জের উন্নয়নে সোনার বাংলা সমিতির ভূমিকা প্রশংসনীয়। তিনি গত ২১ জুলাই সোমবার বিকালে সোনার বাংলা সমিতির কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন ও ঈদ সামগ্রী বিতরণকারে এসব কথা বলেন। সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক জাফরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাকীম হায়দর, উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ মহবুবুর রহমান ও সমাজসেী এম এ হাফিজ বকুল। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, সাংবাদিক এনামুল হক মুন্না, ব্যবসায়ী আব্দুল মালিক আনসারী ও লিডিং ইউনিভার্সিটির ছাত্র ফুয়াজ্জুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল কাদির, আবুল কালাম আজাদ, সমিতির অফিসার এখলাছুর রহমান খান, আব্দুল মালিক মাহতাব ও সুমন আহমদ। অনুষ্ঠানে বক্তারা পৌরসভার মেয়র মরহুম আনোয়ার হোসেনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা রাখেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে ফিতা কেটে এ্যাম্বুলেন্সের উদ্বোধন, অসহায় ৩০০জনকে ঈদসামগ্রী ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !