জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মরহুম আনোয়ার হোসেন সোনাউল্লাহর মাজার জিয়ারত করলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর। তিনি গত ২৬ জুলাই শনিবার বাদ জোহর পীরেচকস্থ গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী মোঃ খলিল উদ্দীন, সীমান্তিকের সাবেক চেয়ারপার্সন শফিকুল হক তাপাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম এ জি বাবর, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধূরী বেলাল ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডা. কবির মাজার জিয়ারতের পূর্বে মরহুমের বাড়ীতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের খোজ খবর নেন। এ সময় তিনি মরহুমের স্মৃতিচারন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন ও গভীর সমবেদনা জানান।
এদিকে ড. আহমদ আল কবীর ঐদিন বিকাল ৩টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের চার বারের সফল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আছদ্দর আলী ছই মিয়ার মাজার জিয়ারত করেন। সেখানেও তিনি মরহুম ছই মিয়ার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের খোজ খবর নেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !