স্টাফ রিপোর্টার
সিলেট রয়েল এম.সি. একাডেমী থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ভাই-বোন একই সাথে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এদের মধ্যে বোন জান্নাতুল মাওয়া জিপিএ-৫ ও ভাই জামিল আল কাদির এ-গ্রেড (৪.৭৩) অর্জন করেছেন। তারা জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রামের এম.এ. কাদীর জিহাদী ও সুফিয়া কাদীরের গর্বিত সন্তান। তাদের চাচা এম.এ. রশীদ বাহাদুর কাজলসার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। কৃতিত্বপূর্ণ এই ফলাফল অর্জনে পিতা-মাতা, চাচা ও শিক্ষক- শিক্ষিকার অবদান রয়েছে বলে তারা মনে করেন। তারা সু-শিক্ষা অর্জনের পাশাপাশি আল্লাহ ও তাঁর রাসুল (স.) নির্দেশিত পথে চলতে আগ্রহী। ভবিষ্যতে আরোও ভালো ফলাফল অর্জনের জন্য জান্নাতুল মাওয়া ও জামিল আল কাদীর সকলের দোয়া প্রার্থী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !