স্টফ রিপোর্টার
জকিগঞ্জের রাস্তাঘাট এখন টমটমের দখলে। সিলেট সিটি করপোরেশন এলাকায় টমটম নিষিদ্ধের পর মাত্রাতিরিক্ত হারে জকিগঞ্জ উপজেলার রাস্তাঘাটে টমটম বৃদ্ধি পেয়েছে। যার ফলে উপজেলার মানুষ উপকৃত হওয়ার চাইতে ক্ষতিগ্রস্থ হচ্ছে বেশী। শিশু-কিশোর ও অভিজ্ঞতা বিহীন চালকরা টমটম চালানোর ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এ ছাড়াও গ্রামে ব্যাপক হারে টমটম গাড়ি বেড়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ব্যবহারের ফলে চরম ভুগান্তির মধ্যে পড়েছেন পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক। পল্লী বিদ্যুতের সরবরাহকৃত অধিকাংশ বিদ্যুৎ টমটম গ্রাস করায় গ্রামে চলছে প্রতিনিয়ত লোডশেডিং। বিদ্যুতের লো ভোন্টেজের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। অভিযোগ রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে দেয়া হচ্ছে লো ভোল্টেজ। যার কারণে উপজেলার একাধিক স’মিল ও রাইছ মিল সহ ছোট বড় কারখানা অচল হয়ে পড়েছে। এছাড়া লো ভোল্টেজের কারণে ফ্রিজ ও পানির মোটর ব্যাবহার করা যাচ্ছে না। এনিয়ে জকিগঞ্জের মানুষের ক্ষোভের শেষ নেই। জানা যায়, গত রমজান মাসে সিলেট সিটি করপোরেশনের রাস্তাঘাট থেকে টমটম নিষিদ্ধের পর এদের সিংহভাগ চলে আসে জকিগঞ্জের প্রত্যান্ত অঞ্চলে। যার দরুন প্রতিদিন কোন না কোন স্থানে দূর্ঘটনা ঘটাচ্ছে টমটম গাড়ি। উপজেলার কামালপুর গ্রামের ব্যাবসায়ী হাসান আহমদ জানান, টমটমের কারণে গোটারগ্রাম-ভিঙ্গাইর বাজার রাস্তা চরম ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এই রাস্তার সবগুলো টমটমের চালক অনবিজ্ঞ ও শিশু-কিশোর। ফলে সে এলাকার মানুষকে দূর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। জামুরাইল গ্রামের তরুণ সমাজসেবী খালেদ আহমদ বলেন, রাস্তাঘাটে আশংকাজনক হারে টমটম বৃদ্ধি পাওয়ায় এখন বিদ্যুতের করুন অবস্থা। টমটম চালকরা বিদ্যুৎ চুরি করে ব্যাটারী চার্জ দেয়ায় এখন ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। আর বিদ্যুৎ থাকলে সব সময় লো-ভোল্টেজ দেখা যায়। তিনি অভিযোগ করে বলেন, বিদ্যুতের এমন দূরাবস্থার কথা পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন অবগত থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না। উপজেলার নিলাম্বরপুর এলাকার হেলাল জানান, টমটম গাড়ি বেড়ে যাওয়ায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। একদিকে বিদ্যুৎ চুরি অপরদিকে অনভিজ্ঞ চালক এই দুই মিলে আমরা অস্বস্থিতিতে রয়েছি। টমটম গাড়ির কারণে শিশুদের বিদ্যালয়ে পাঠানো চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব টমটম গাড়ী চালকের নেই কোন বৈধ ড্রাইভিং লাইসেন্স। শহরে পুলিশ ও পৌরসভার টোকন নিয়ে টমটম চলাচল করলেও গ্রামে তাও প্রয়োজন হয় না। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আকতারুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !