.......... এম. এ. রশীদ বাহাদুর
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এম.এ.রশীদ বাহাদুর বলেছেন, আল্লাহ পাক মুসলমানদের জন্য রহমত স্বরূপ পবিত্র মাহে রমজানকে দান করেছেন। এ মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেদের গোনাহ মাফ করানো সম্ভব। রহমত, মাগফেরা ও নাজাত এই তিনটি ভাগে বিভক্ত রমজানের প্রতি মুহুর্ত মোমিনের জন্য বরকতপূর্ণ। এ মাস যেমনি বরকতপূর্ণ ঠিক তেমনি শিক্ষনীয়। কেননা আল্লাহ এ মাসে মানুষকে ধর্য্য ও ত্যাগের শিক্ষা দিয়ে থাকেন। তিনি গত ২৩ জুলাই বুধবার জকিগঞ্জের আটগ্রাম বাজারে রিক্সা চালক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান কুটু মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সালেহ আহমদ, বিএনপি নেতা জামাল আহমদ, যুবদল নেতা আবুল কালাম আজাদ, সাংবাদিক মেহদী হেলাল ও বিশিষ্ট মুরব্বি জমির আলী মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুমিন। দোয়া পরিচালনা করেন আটগ্রাম বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা জালাল উদ্দিন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !