স্টাফ রিপোর্টার
সিলেট শহরতলীর শাহপরাণ থানাধীন জকিগঞ্জ একতা ফোরামের উদ্যোগে গত ১৯ জুলাই শনিবার খাদিমপাড়া হিলভিউ টাওয়ারস্থ রেস্তোরায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি এম.এ. মুকিতের সভাপতিত্বে ও ডাঃ শহিদুর রহমান চুন্নুর পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে শাহপরাণ থানায় বসবাসরত শতাধিক জকিগঞ্জবাসী অংশ নেন। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা একে অন্যের সুখে-দুঃখে এক সাথে থেকে সিলেটে বসবাসরত জকিগঞ্জবাসীদের ইজ্জত সম্মান বৃদ্ধির জন্য আহবান জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !