স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী দ্বীনি বিদ্যাপীট শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূমে আসন্ন ঈদ উপলক্ষে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে প্রায় এক লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে। গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল আয়োজিত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাগ জামিয়া মাদানিয়ার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আমীর আবদুর রহমান। এ সময় জামিয়ার শিক্ষকবৃন্দ ও শাহবাগ-মহিদপুর-নুন নগর এলাকার বিশিষ্ট মুরব্বীগণ ছাড়াও এলাকার বিপূল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। জামিয়ার যুক্তরাজ্য প্রবাসী প্রিন্সিপাল ক্বারী মাওঃ আবদুল হাফিযের প্রচেষ্ঠায় যুক্তরাজ্যের ‘আল-খিযরা জামে মসজিদ, বেরী’-এর কর্তৃপক্ষ এতে অর্থায়ন করেন। আর স্থানীয় পর্যায়ে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে শাহবাগ জামিয়া মাদানিয়ার সহযোগী সমাজকল্যাণ সংস্থা ‘মুহাম্মদ বিলাল ওয়েলফেয়্যার ফাউন্ডেশন’। জামিয়ার প্রিন্সিপাল ক্বারী মাওঃ আবদুল হাফিয ও ইতিকাফরত নায়িব-ই মুহতামিম মুফতী মাসঊদ আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, আল-খিযরা মসজিদ কর্তৃপক্ষসহ এ মহৎ কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন: শাহবাগ জামিয়া মাদানিয়া প্রতি বছরই ঈদসহ নানা উপলক্ষে ত্রাণ ও অন্যান্য দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশেষত পবিত্র রামাযান মাসে এ রকম মানবসেবামূলক কাজে যাঁরা জড়িত হন ও সহযোগিতা করেন, তাঁরা খুবই ভাগ্যবান মানুষ। আমরা তাঁদের সকলের জন্যে আল্লাহর কাছে উত্তম পুরস্কার কামনা করছি এবং আগামী দিনে এমন মহৎ কাজে সক্ষম সকলকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !