স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বহুল আলোচিত ডিজিএম আকতারুজ্জামানকে অবশেষে জকিগঞ্জ থেকে সরিয়ে নেয়া হয়েছে। জানা যায়, গত ২৭ জুলাই রোববার সকালে আলমনগরস্থ পল্লী বিদ্যুৎ অফিসে জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মিয়াজীর সাথে টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাকে সরিয়ে নেয়া হয়। সূত্রে জানায়, উপজেলার রতনগঞ্জ বাজার জামে মসজিদের ট্রান্সমিটার বিকল হলে তা পূনরায় লাগানোর জন্য কমিটির নিকট থেকে ৩০ হাজার টাকা নেয়া হয়। এই ৩০ হাজার টাকার মধ্যে অফিসে ১৫ হাজার টাকা অফিসে জমা হয়। গত ২৬ জুলাই শনিবার ঐ মসজিদে ২৫ কেভি ট্রান্সমিটার লাগাতে গেলে মুসল্লিদের তোপের মুখে পড়েন লাইনম্যানরা। এ সময় লাইনম্যানরা ১৫ হাজার টাকা অফিসে জমা হয়েছে বললে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার মিয়াজী ডিজিএম আকতারুজ্জামানকে বাকি ১৫ হাজার টাকার কথা জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে ডিজিএম আকতারুজ্জামন ও ইঞ্জিনিয়ার মিয়াজী মারমূখী হয়ে উঠেন। এ সময় অফিসে কর্মরত সকল লাইনম্যান ডিজিএমের বিরুদ্ধে অবস্থান নেন। এক পর্যায়ে লাইনম্যানরা কর্মবিরতী শুরু করেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের জিএম এর পক্ষ থেকে গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবু রায়হান জকিগঞ্জ এসে বিষয়টি সুরাহা করার চেষ্ঠা করেন। কিন্তু কিছুতেই তিনি বিষয়টি সমাধান করতে না পেরে তাকে এখান থেকে সরিয়ে নেন। এ বিষয়ে জানতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী মাহবুবুল আলমের মোবাইল ফোনে বার বার কল করার পর জিএম এর দায়িত্বে থাকা গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবু রায়হান ফোন রিসিভ করেন। তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাকে ষ্টেন্ড রিলিজ বা অন্য কিছু করা হয়নি। এখন ঈদের বন্ধ হিসেবে তিনি ছুটিতে আছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !