..........সেলিম উদ্দিন এমপি
স্টাফ রিপোর্টার
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। দেশে এখন উন্নয়নের সূবাতাস বইতে শুরু করেছে। সরকারও দেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সরকারের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গত ২৪ জুলাই বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা পরিষদে নিজের সেচ্ছাধীন ফাউন্ড ও ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত অনুদান বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম, জেলা জাপার সহ-সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, বাহার খন্দকার, আবুল হাসনাত, জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ, উপজেলা জাপার সাধারন সম্পাদক হেলাল লস্কর, পৌর জাপার সভাপতি ও পৌর প্যানেল মেয়র আব্দুল মালেক ফারুক, সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, আব্দুছ সামাদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মোস্তাক লস্কর, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জালালসহ জাপা ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে ঐদিন পৌর জাপার সভাপতি ও পৌর প্যানেল মেয়র আব্দুল মালেক ফারুকের সভাপতিত্বে পৌর শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর জাপার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলিম উদ্দিন এমপি। এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জাপা ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপূল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !