জকিগঞ্জে জিপিএ-৫
পেয়েছেন ১০ জন
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে সরাদেশের ন্যায় গত ১৩ আগস্ট বুধবার এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ উপজেলা থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ১শ ৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮শ ৩৫ জন ও আলিম পরীক্ষায় ২শ ৯৬ জন অংশ নিয়ে পাশ করেছেন ২শ ৭১ জন। এ হিসেবে কলেজের চেয়ে মাদ্রাসার ফলাফল অনেকটা ভালো। তবে সব মিলিয়ে এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় মাত্র ১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা অনেকটা হতাশাজনক বলে সচেতন মহলের ধারণা। সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ থেকে ২শ ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২শ ৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬.৮৯। এ কলেজের পাসের হার উপজেলায় সর্বোচ্চ। ইছামতি ডিগ্রী কলেজ থেকে ৩শ ৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২শ ৪৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৪.৮৫। বারহাল কলেজ থেকে ১শ ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১শ ২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৪.৭০। জকিগঞ্জ সরকারি কলেজ থেকে ২শ ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১শ ৮০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬১.০২। লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ থেকে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৫.৯০। গোলাম মোস্তফা চৌধুরী স্কুল এন্ড কলেজ থেকে ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৩৮.১০।
এদিকে আলিম পরীক্ষায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে ৯২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৮৯ জন পাস করেছে। পাসের হার ৯৬.৭৪। বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা থেকে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৯৬.০৭। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৯ জন পাস করেছে। পাসের হার ৯৬.৬৭। ইছামতি কামিল মাদ্রাসা থেকে ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৮৪.৫৫।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার কলেজ ও মাদ্রাসায় থেকে মোট ১ হাজার ৪শ ৬৮ জন পরীক্ষা দিয়ে ১ হাজার ১শ ০৬ জন উত্তীর্ণ হয়েছে। এ হিসেবে উপজেলায় মোট পাশের হার ৭৬%।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !