স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামী অর্থ বছরের আয় ও ব্যায় উভয়টি ধরা হয়েছে ৫৭ লক্ষ ৮৮ হাজার ১২৩ টাকা। এ উপলক্ষে গত ২৩ জুন সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুরের সভাপতিত্বে ও সচিব মাহবুবুর রহমান সুমনের উপস্থাপনায় উন্মোক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী আতিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, সমবায় অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অফিসার নুরুজ্জামান, বিআরডিবি অফিসার আব্দুল মুহাইমিন চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রাধান সম্পাদক রহমত আলী হেলালী ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুলকারনাইন। বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সালাম, কাজী বজলুর রশীদ ও তাহমিনা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাতুল বিশ্বাস, আব্দুল আহাদ, ইয়াসিন আলী, আব্দুস সালাম, চন্দনী রানী, লিলা বালা, সাবেক ইউপি সদস্য রুশনা বেগম রফা, জইন উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল মালিক, মোস্তাক আহমদ লস্কর, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মনি, শেখ আব্দুল করীম, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল গফুর, যুবদল নেতা আবুল কালাম আযাদ ও সাংবাদিক মেহদী হেলাল প্রমূখ। সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে গ্রাম-গঞ্জের উন্নয়ন সম্ভব। তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে প্রত্যেককে হোল্ডিং টেক্স প্রদান করতে হবে। সভা শেষে ইউনিয়ন পরিষদের সদস্য মঈন উদ্দিনের আকষ্মিক ইন্তেকালে মোনাজাতা ও শিরণী বিতরণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !