আমার লেখাপড়ার সময়ে সিলেটে জকিগঞ্জের হাতেগোনা মাত্র ক’জন শিক্ষার্থী ছিল
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জালালাবাদ গ্যাসের পরিচালক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জকিগঞ্জের সন্তানদের আজকের এই অগ্রযাত্রায় আমি অভিভূত। কেননা শাবিপ্রবি’র মতো একটি বিদ্যাপীঠে জকিগঞ্জের যে এতো শিক্ষার্থী রয়েছেন তা অকল্পনীয়। আমি যখন সিলেটে এমসি কলেজে লেখাপড়া করতাম তখন জকিগঞ্জের শিক্ষার্থী খুঁজে পাওয়া যেতনা। পুরো সিলেটে জকিগঞ্জের হাতেগোনা মাত্র ক’জন শিক্ষার্থী ছিল। তিনি গত ১৪ জুলাই সোমবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন, শাবিপ্রবি’র ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমদের উপস্থাপনায় আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মনসুর হাল্লাজ ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সদস্য নজরুল ইসলাম রাহেল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি’র সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট ফারুক আহমদ। বক্তব্য রাখেন শাবিপ্রবি’র ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা চৌধুরী, জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, শাবিপ্রবি’র সহকারী কলেজ পরিদর্শক তাজিম আহমদ, সহকারী প্রোগ্রামার ফয়সল আহমদ ও প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সুমন আকন্দ, প্রকৌশলী জয়নাল আহমদ চৌধুরী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ময়নুল হক, বাংলা বিভাগের প্রভাষক আব্দুল আলিম, গণিত বিভাগে প্রভাষক নুর জামাল, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, তরুণ সমাজসেবী আখতার হোসেন রাজু, রূপালী ব্যাংকের কুরুয়া শাখার ম্যানেজার মোঃ জাকারিয়া, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার আশিকুর রহমান মুহিন, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করিম, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, এম এ কে চৌধুরী জাবেদসহ জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন, শাবিপ্রবি’র সাবেক ও বর্তমান সদস্যরা। অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন শাবিপ্রবি’র সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল করিম।
উল্লেখ্য ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই সংগঠন প্রতিবছর নিয়মিতভাবে ইফতার মাহফিল আয়োজন করে আসছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !